সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Thursday, February 6, 2014

Templateism এর টেমপ্লেটের ফুটার লিঙ্ক পরিবর্তন করুন খুব সহজে

আওতাধীন:

ব্লগের জন্য অনেক সময় নতুন নতুন টেমপ্লেট দরকার হয়।আর এই জায়গায় অনেক ভালো ভালো টেমপ্লেট পাওয়া যায়।আমিও কয়েকদিন আগে এখান থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করেছিলাম খুব সুন্দর এদের ডিজাইন।
কিন্তু সমস্যা একটা যখনি আমি ফুটার লিঙ্ক মানে Copyright By Templateism এই লিঙ্কটি পরিবর্তন করতে চেষ্টা করি তখনই আমার সাইট কিছুক্ষণ লোড হবার পর এদের সাইটে চলে যায়।যা আসলেই খুব বিরক্তকর।তবে এদের প্রিমিয়াম টেমপ্লেটে এই সমস্যা হয়না শুধু ফ্রী টেমপ্লেটে।যায় হোক অনেক ভেবে ভেবে দেখলাম তারা একটা জাভা কোডের মধ্যে এই কোড টুকু লুকিয়ে রেখেছে যার কারনে  এটা রিডাইরেক্ট হয়ে ওদের সাইটে চলে যাই।
সবাই চাই তার সাইটে অন্য কারনে যেন কোন আধিপত্য না থাকে।আর এটা তো আপনার সাইটে তাদের আধিপত্য করার মত।তাই আমি আজ দেখাব কিভাবে তাদের টেমপ্লেট ব্যবহার করবেন কিন্তু তাদের কোন ক্রেডিট থাকবে না।

কিভাবে ক্রেডিট লিঙ্ক পরিবর্তন করা যায়ঃ 
  • প্রথমে আপনার সাইটে প্রবেশ করুন।
  • এবার Template এ যান।
  • Edit Template এ ক্লিক করুন।আর ক্লিক করার আগে অবশ্যই টেমপ্লেটটি ব্যাকআপ করে রাখবেন।
  • নিচের কোডটুকুর মত কোড খুজুন।
<script type='text/javascript'>
summary_noimg = 550;
summary_img = 375;
img_thumb_height = 150;
img_thumb_width = 200;
</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
var _0x60d7=["\x3C","\x69\x6E\x64\x65\x78\x4F\x66","\x73\x70\x6C\x69\x74","\x6C\x65\x6E\x67\x74\x68","\x3E","\x73\x75\x62\x73\x74\x72\x69\x6E\x67","","\x6A\x6F\x69\x6E","\x63\x68\x61\x72\x41\x74","\x20","\x2E\x2E\x2E","\x67\x65\x74\x45\x6C\x65\x6D\x65\x6E\x74\x42\x79\x49\x64","\x69\x6D\x67","\x67\x65\x74\x45\x6C\x65\x6D\x65\x6E\x74\x73\x42\x79\x54\x61\x67\x4E\x61\x6D\x65","\x3C\x73\x70\x61\x6E\x20\x73\x74\x79\x6C\x65\x3D\x22\x66\x6C\x6F\x61\x74\x3A\x6C\x65\x66\x74\x3B\x20\x70\x61\x64\x64\x69\x6E\x67\x3A\x30\x70\x78\x20\x31\x30\x70\x78\x20\x35\x70\x78\x20\x30\x70\x78\x3B\x22\x3E\x3C\x69\x6D\x67\x20\x73\x72\x63\x3D\x22","\x73\x72\x63","\x22\x20\x77\x69\x64\x74\x68\x3D\x22","\x70\x78\x22\x20\x68\x65\x69\x67\x68\x74\x3D\x22","\x70\x78\x22\x2F\x3E\x3C\x2F\x73\x70\x61\x6E\x3E","\x3C\x64\x69\x76\x3E","\x69\x6E\x6E\x65\x72\x48\x54\x4D\x4C","\x3C\x2F\x64\x69\x76\x3E","\x3C\x61\x20\x68\x72\x65\x66\x3D\x22\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x77\x77\x77\x2E\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x69\x73\x6D\x2E\x63\x6F\x6D\x22\x3E\x54\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x69\x73\x6D\x3C\x2F\x61\x3E","\x68\x74\x6D\x6C","\x23\x6D\x79\x63\x6F\x6E\x74\x65\x6E\x74","\x23\x6D\x79\x63\x6F\x6E\x74\x65\x6E\x74\x3A\x76\x69\x73\x69\x62\x6C\x65","\x68\x72\x65\x66","\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E","\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x77\x77\x77\x2E\x74\x65\x6D\x70\x6C\x61\x74\x65\x69\x73\x6D\x2E\x63\x6F\x6D","\x72\x65\x61\x64\x79"];function removeHtmlTag(_0xe543x2,_0xe543x3){if(_0xe543x2[_0x60d7[1]](_0x60d7[0])!=-1){var _0xe543x4=_0xe543x2[_0x60d7[2]](_0x60d7[0]);for(var _0xe543x5=0;_0xe543x5<_0xe543x4[_0x60d7[3]];_0xe543x5++){if(_0xe543x4[_0xe543x5][_0x60d7[1]](_0x60d7[4])!=-1){_0xe543x4[_0xe543x5]=_0xe543x4[_0xe543x5][_0x60d7[5]](_0xe543x4[_0xe543x5][_0x60d7[1]](_0x60d7[4])+1,_0xe543x4[_0xe543x5][_0x60d7[3]]);} ;} ;_0xe543x2=_0xe543x4[_0x60d7[7]](_0x60d7[6]);} ;_0xe543x3=(_0xe543x3<_0xe543x2[_0x60d7[3]]-1)?_0xe543x3:_0xe543x2[_0x60d7[3]]-2;while(_0xe543x2[_0x60d7[8]](_0xe543x3-1)!=_0x60d7[9]&&_0xe543x2[_0x60d7[1]](_0x60d7[9],_0xe543x3)!=-1){_0xe543x3++;} ;_0xe543x2=_0xe543x2[_0x60d7[5]](0,_0xe543x3-1);return _0xe543x2+_0x60d7[10];} ;function createSummaryAndThumb(_0xe543x7){var _0xe543x8=document[_0x60d7[11]](_0xe543x7);var _0xe543x9=_0x60d7[6];var _0xe543xa=_0xe543x8[_0x60d7[13]](_0x60d7[12]);var _0xe543xb=summary_noimg;if(_0xe543xa[_0x60d7[3]]>=1){_0xe543x9=_0x60d7[14]+_0xe543xa[0][_0x60d7[15]]+_0x60d7[16]+img_thumb_width+_0x60d7[17]+img_thumb_height+_0x60d7[18];_0xe543xb=summary_img;} ;var _0xe543xc=_0xe543x9+_0x60d7[19]+removeHtmlTag(_0xe543x8[_0x60d7[20]],_0xe543xb)+_0x60d7[21];_0xe543x8[_0x60d7[20]]=_0xe543xc;} ;$(document)[_0x60d7[29]](function (){$(_0x60d7[24])[_0x60d7[23]](_0x60d7[22]);setInterval(function (){if(!$(_0x60d7[25])[_0x60d7[3]]){window[_0x60d7[27]][_0x60d7[26]]=_0x60d7[28];} ;} ,3000);} );
</script>
 
  • আপনার ব্লগে হয়তো আলাদা হতে পারে তবে খুব বেশি আলাদা হবে না যাই হোক আমি বলতে চাচ্ছি যে এরা এদের কোড টুকু অটো পোস্ট সামারি এর মধ্যে লুকিয়ে রাখে।নিচের ছবি দেখে নিন।

  • এবার <script type='text/javascript'> হতে নিচের </script>  পর্যন্ত সব কোডটুকু নিচের কোড দ্বারা পরিবর্তন করে দিন।
<script type='text/javascript'>
posts_no_thumb_sum = 490;
posts_thumb_sum = 400;
img_thumb_height = 150;
img_thumb_width = 200;
</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}
function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = posts_no_thumb_sum;
if(img.length>=1) {
imgtag = '<span class="posts-thumb" style="float:left; margin-right: 5px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = posts_thumb_sum;
}
var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}
//]]>
</script>

  • উপরের কালার সংখ্যাকে আপনার পছন্দ মত পরিবর্তন করুন।
  • এবার নিচের দিকে Copyright by Templateism এ আপনার সাইটের লিঙ্ক দিন।
  • তারপর সেভ করুন।
ব্যস এবার দেখুন আপনার সাইটে যেয়ে আশা করি আপনি সফল ভাবে কাজটি করতে পেরেছেন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।