ব্লগারে আমরা প্রতিনিয়ত অনেক গ্যাজেট ব্যবহার করি।গ্যাজেট ব্যবহার করে ব্লগে কিছু বাড়তি বৈশিষ্ট্য/সেবা যোগ করা হয়।সব গ্যাজেটই যে ভালো তা নয়।অনেক গ্যাজেট ব্যবহার করার ফলে সাইট লোড হতে বেশি সময় লাগে এতে করে সাইটের ভিজিটর বিরক্ত হয়ে পারে।এতে করে ব্লগের ভিজিটর কমে যেতে পারে।তাছাড়া অনেক সময় নতুন কোন টেমপ্লেট ইন্সটল করলে সেখানে এমন কোন গ্যাজেট থাকে যেগুলো সাধারন ভাবে ডিলিট করা যায় না।আমি দেখাব কিভাবে সব ধরনের গ্যাজেট ডিলিট করা যায়।তাহলে আসুন দেখা নেয়া যাক।
পদ্ধতি নং১; সাধারন ভাবে ডিলিট করাঅধিকাংশ গ্যাজেটগুলো এই ভাবে ডিলিট করা যায়।এতে করে তেমন কোন আলাদা টেকনিক ফলো করতে হয় না।এভাবে ডিলিট করতে
Login>Layout> এবার যে গ্যাজেটটি ডিলিট করতে চান সেটার এডিট এ ক্লিক করুন।
এবার যদি Remove লেখা আসে তাহলে সহজেই ডিলিট করা যাবে এখানে ক্লিক করে।
পদ্ধতি নং২; Remove লেখা না থাকলেঅনেক গ্যাজেট আছে যেগুলোতে Remove লেখা থাকে না যেমন Navbar,Attribution.
এ ধরনের গ্যাজেট ডিলিট করার জন্য Template>Edit Template এ ক্লিক করুন এবার যে গ্যাজেটটি ডিলিট করতে চান সে গ্যাজেটটির নাম দিয়ে খুজুন।
এবার দেখুন false লেখা আছে এখানে True লিখে সেভ করুন।এবার সেই গ্যাজেটটি ডিলিট করতে যান দেখবেন Remove অপশন আসছে।এবার ডিলিট করে ফেলুন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।