সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Monday, December 2, 2013

লেখার শিরোনামের নিচে সোস্যাল শেয়ার বাটন যোগ করবেন যেভাবে

এর আগে আমি ভাসমান শেয়ার বাটন যোগ করবেন কিভাবে সেটা দেখিয়েছি আজ দেখাব কিভাবে লেখার শিরোনামের নিচে শেয়ার বাটন যোগ করবেন।তার আগে একটু জেনে নেয়া যাক সোস্যাল শেয়ার সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।

social share button,share button,share



সোস্যাল শেয়ার বাটন কি?
সোস্যাল শেয়ার বাটন এমন একটি বাটন যেটার মাধ্যমে আপনি খুব সহজে সোস্যাল মিডিয়ায় আপনার লেখাকে শেয়ার করতে পারেন বা অন্য কেউ শেয়ার করতে পারে।এই বাটনে এক ক্লিক করেই কোন লেখা শেয়ার করা যায়।এটাতে আছে ফেসবুক,টুইটার,গুগল প্লাস,পিন্টারেস্ট,লিঙ্কডইন,তাছাড়া আরো বাটন আছে।

সোস্যাল শেয়ার বাটন যোগ কেন করবেন?
আসলে এটা একটা ভালো প্রশ্ন কেন আপনি শেয়ার বাটন যোগ করবেন।সবাই চাই তার সাইটটি পরিচিত একটা সাইট হোক আর এর জন্য সোস্যাল সাইট গুলো অনেক বড় একটা ভুমিকা থাকে।
আসলে এটা যোগ করলে যে সকল সুবিধা পাবেন...

১।এক ক্লিক এ লেখা শেয়ার করতে পারবেন।
২।সময়ের অপচয় হবে না।
৩।দেখতে সুন্দর।
৪।এক জায়গায় সব শেয়ার সাইট আছে।
৫।সাইটের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
৬।সাইটটি পরিচিতি পাবে অনেক বেশি।
৭।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাবে।তাছাড়া আরো অনেক লাভ পাবেন যেগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন।


কিভাবে যোগ করবেন?
  • প্রথমে আপনার সাইটে বা ব্লগে প্রবেশ করুন।
  • Template এ যান।
  • Edit Template এ ক্লিক করুন।
  • নিচের কোড টুকু খুজুন  

<div class='post-header'>
    <div class='post-header-line-1'/>
    </div>

এবার নিচের কোডটুকু উপরের কোডের নিচে বসিয়ে দিন।
<!-- AddThis Button BEGIN BY BLOGTIPSNTICKS.COM -->
<div class="addthis_toolbox addthis_default_style">
<a class="addthis_button_facebook_like" fb:like:layout="button_count"></a>
<a class="addthis_button_google_plusone" g:plusone:size="medium"></a>
<a class="addthis_button_tweet"></a>
<a class="addthis_button_pinterest_pinit" pi:pinit:layout="horizontal" pi:pinit:url="http://www.addthis.com/features/pinterest" pi:pinit:media="http://www.addthis.com/cms-content/images/features/pinterest-lg.png"></a>
<a class="addthis_button_linkedin_counter"></a>
<a class="addthis_counter addthis_pill_style"></a>
</div>
<script type="text/javascript">var addthis_config = {"data_track_addressbar":true};</script>
<script type="text/javascript" src="//s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-4f5a6e1f5f5e832d"></script>
<!-- AddThis Button END BY BLOGTIPSNTICKS.COM -->

এবার সেভ করুন।আর হ্যা অবশ্যই আপনার টেমপ্লেট এর ব্যাকআপ রাখবেন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।