সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Tuesday, December 10, 2013

স্লাইড ফেসবুক লাইক বক্স ব্লগের জন্য

এর আগে আমি দেখিয়েছি কিভাবে ভাসমান ফেসবুক লাইক বক্স এবং শুধু ফেসবুক লাইক বক্স যোগ
করবেন কিভাবে।আমরা প্রায়ই ব্লগ/সাইটের পাশে ফেসবুক লেখা দেখি যেখানে কার্সর নিয়ে গেলে সেটি দেখা যায় ।আজ দেখাব কিভাবে এই ধরনের ফেসবুক লাইক বক্স যোগ করা যায়।আমরা যারা কালেরকন্ঠ পেপারের অনলাইন ভার্সন দেখি দেখবেন সেখানে ঠিক এই ধরনের ফেসবুক লাইক বক্স আছে।এটি দেখতে সুন্দর তাই আপনার সাইটের ডিজাইন আরো সুন্দর দেখাবে।কিভাবে এটা যোগ করবেন দেখে নেয়া যাক।

কিভাবে ফেসবুক লাইক বক্স যোগ করবেনঃ 
এটি যোগ করার জন্য আপনার ব্লগে প্রবেশ করুন।
Template থেকে Edit Html এ ক্লিক করুন।
ctrl+f বা F3 চেপে </head> ট্যাগটি খুজুন।এবং এর উপরে নিচের কোডগুলো পেস্ট করুন।
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.8.2/jquery.min.js"></script>

এবার </body> ট্যাগটি খুজুন এবং এর উপরে নিচের কোড গুলো পেস্ট করুন।
<style type='text/css'>
/*<![CDATA[*/
#fbplikebox{display: block;padding: 0;z-index: 99999;position: fixed;}
.fbplbadge {background-color:#3B5998;display: block;height: 150px;top: 50%;margin-top: -75px;position: absolute;left: -47px;width: 47px;background-image: url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBFahJ4SjacYjxLqothaIpdm_K1VEKaRBYJkyGx7GYUHp-agRlyf9I4DEHQYTdaNwYk_mYtUeTLXo_d50JgN6xXmKWopHq9LmmOArzKnGKvzzDoVyODqBp-vNz1zAiSutIskcHeXmjwR9a/s1600/w2b_vertical-right.png');background-repeat: no-repeat;overflow: hidden;-webkit-border-top-left-radius: 8px;-webkit-border-bottom-left-radius: 8px;-moz-border-radius-topleft: 8px;-moz-border-radius-bottomleft: 8px;border-top-left-radius: 8px;border-bottom-left-radius: 8px;}
/*]]>*/
</style>
<script type='text/javascript'>
/*<![CDATA[*/
    (function(w2b){
        w2b(document).ready(function(){
            var $dur = 'medium'; // Duration of Animation
            w2b('#fbplikebox').css({right: -250, 'top' : 350 })
            w2b('#fbplikebox').hover(function () {
                w2b(this).stop().animate({
                    right: 0
                }, $dur);
            }, function () {
                w2b(this).stop().animate({
                    right: -250
                }, $dur);
            });
            w2b('#fbplikebox').show();
        });
    })(jQuery);
/*]]>*/
</script>
<div id='fbplikebox' style='display:none;'>
    <div class='fbplbadge'></div>
    <iframe src='http://www.facebook.com/plugins/likebox.php?href=http%3A%2F%2Ffacebook.com%2Fblogtipsnticks&amp;width=250&amp;height=260&amp;colorscheme=light&amp;show_faces=true&amp;border_color=%23C4C4C4&amp;stream=false&amp;header=false' scrolling='no' frameborder='0' style='border:none; overflow:hidden; width:250px; height:260px;background:#FFFFFF;' allowtransparency='true'></iframe>
</div>

Blogtipsnticks লেখা জায়গায় আপনার ফেসবুক পেজের ইউজার নেম দিন।
FFFFFF লেখা জায়গায় আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন।

সব ঠিকমত করা হলে এবার সেভ করুন।আর হ্যা অবশ্যই প্রথমে টেমপ্লেট ব্যাকআপ রাখবেন তাহলে ভুল হলেও সমস্যা হবে না।আশা করি আপনার ভুল হবে না।

2 মন্তব্য:

  1. kaj hoina to........................

    ReplyDelete
  2. পুনরায় আবার চেষ্টা করে দেখুন আশা করি হবে।

    ReplyDelete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।