সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Monday, December 9, 2013

ব্লগস্পটের মন্তব্যে ছবি/ভিডিও যোগ করবেন কিভাবে

আজ খুব সুন্দর একটি লেখা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।আমি আজ দেখাব কিভাবে ব্লগের কমেন্টে ছবি/ভিডিও যোগ করবেন।সাধারনত মন্তব্যে কোন ছবি/ভিডিও যোগ করা যায় না।কিন্তু আমি দেখাব কিভাবে কিছু কোডিং ব্যবহার করে মন্তব্যে ছবি/ভিডিওব্যবহার করবেন।আর এই ছবি/ভিডিও ব্যবহার করার ফলে আপনার সাইটে মন্তব্য করতে অনেকে আগ্রহী হবে।



কিভাবে ছবি যোগ করবেনঃ
প্রথমে ড্যাশবোর্ড এ যান তারপর Template থেকে Edit HTML এ যান।এবার ctrl+f বা F3 চেপে
ট্যাগটা খুজুন।এবার নিচের কোডগুলো এর উপরে বসিয়ে দিন।
<script src='http://code.jquery.com/jquery-latest.js' type='text/javascript'/>
<script src='http://helplogger.googlecode.com/svn/trunk/youtubevideos.js'/>
<script src='http://helplogger.googlecode.com/svn/trunk/pics-comments.js'/>

এবার সেভ করুন।

কিভাবে মন্তব্যে ছবি/ভিডিও দেবেন?
ভিডিও দেয়ার জন্য Youtube এর ভিডিও লিঙ্কটি কমেন্ট বক্সে পেস্ট করুন।
মন্তব্যে ছবি দেবার জন্য কিছু লিখার পরে [img]your-image-url[/img] এই ট্যাগটি ব্যবহার করেন।এখানে Your-image-url এর জায়গায় যে ছবিটি দিতে চান সেটার লিঙ্ক দিন।
ব্যস খুব সুন্দর ভাবে ছবি বসে যাবে।
আপনি যদি সবাইকে বলতে চান মন্তব্যে ছবি যোগ করতে পারবেন তাহলে Setting>Posts and comment>Comment Form Message এ লিখুন "ছবি যোগ করতে চাইলে [img]your-image-url[/img] " এই ট্যাগটি ব্যবহার করুন।  
আশা করি কাজে লাগবে এবং আপনার ভালো লাগবে।

3 মন্তব্য:

  1. আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ [img]http://www.webanswers.com/post-images/E/E9/D1114D45-08E4-4892-9908592F3AE5C78E.gif[/img]

    ReplyDelete
  2. আপনি কেন একমত হতে পারলেন না?

    ReplyDelete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।