আজ খুব সুন্দর একটি লেখা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।আমি আজ দেখাব কিভাবে ব্লগের কমেন্টে ছবি/ভিডিও যোগ করবেন।সাধারনত মন্তব্যে কোন ছবি/ভিডিও যোগ করা যায় না।কিন্তু আমি দেখাব কিভাবে কিছু কোডিং ব্যবহার করে মন্তব্যে ছবি/ভিডিওব্যবহার করবেন।আর এই ছবি/ভিডিও ব্যবহার করার ফলে আপনার সাইটে মন্তব্য করতে অনেকে আগ্রহী হবে।
কিভাবে ছবি যোগ করবেনঃ
প্রথমে ড্যাশবোর্ড এ যান তারপর Template থেকে Edit HTML এ যান।এবার ctrl+f বা F3 চেপে
ট্যাগটা খুজুন।এবার নিচের কোডগুলো এর উপরে বসিয়ে দিন।
<script src='http://code.jquery.com/jquery-latest.js' type='text/javascript'/>
<script src='http://helplogger.googlecode.com/svn/trunk/youtubevideos.js'/>
<script src='http://helplogger.googlecode.com/svn/trunk/pics-comments.js'/>
এবার সেভ করুন।
কিভাবে মন্তব্যে ছবি/ভিডিও দেবেন?
ভিডিও দেয়ার জন্য Youtube এর ভিডিও লিঙ্কটি কমেন্ট বক্সে পেস্ট করুন।
মন্তব্যে ছবি দেবার জন্য কিছু লিখার পরে [img]your-image-url[/img] এই ট্যাগটি ব্যবহার করেন।এখানে Your-image-url এর জায়গায় যে ছবিটি দিতে চান সেটার লিঙ্ক দিন।
ব্যস খুব সুন্দর ভাবে ছবি বসে যাবে।
আপনি যদি সবাইকে বলতে চান মন্তব্যে ছবি যোগ করতে পারবেন তাহলে Setting>Posts and comment>Comment Form Message এ লিখুন "ছবি যোগ করতে চাইলে [img]your-image-url[/img] " এই ট্যাগটি ব্যবহার করুন।
আশা করি কাজে লাগবে এবং আপনার ভালো লাগবে।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ [img]http://www.webanswers.com/post-images/E/E9/D1114D45-08E4-4892-9908592F3AE5C78E.gif[/img]
ReplyDeleteI not understand it.
Deleteআপনি কেন একমত হতে পারলেন না?
ReplyDelete