ব্লগিং করতে হলে এটি খুব গুরুত্বপুর্ণ একটি বিষয়।একটি ব্লগকে ভালো ভাবে পরিচালনা করার জন্য নিয়মিত পোস্ট করা জরুরী।ব্লগে একটি সময়ানুযায়ী পোস্ট করতে হয় যেমন সপ্তাহে/মাসে/দিনে।এই নিয়ম মেনে না চললে আপনার ব্লগ রাঙ্কিং থেকে পিছিয়ে যাবে যেটা কারো কাম্য নয়।এমন ও সময় আছে যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ নস্ট হয়ে যেতে পারে তখন আপনার ব্লগে পোস্ট করা জরুরী হয়ে যেতে পারে।এখন যদি আপনি এই লেখাটি জানেন তাহলে আপনি বিপদের সময় ও পোস্ট করতে পারেন।
কিভাবে কাজ করে?
এটি কাজ করে আপনার পুর্বে পোস্টকে নিয়ে।এটি করতে হলে প্রথমে যেভাবে পোস্ট করেন সেভাবে প্রথমে আপনাকে লিখতে হবে।আপনি ভাববেন আপনি এখনি পোস্ট করবেন।কিন্তু সেটি আপনি এখনি পোস্ট করবেন না।আপনি পরে সেটি পোস্ট করবেন।এরই নাম সিডিউল।এটি যে তারিখে পোস্ট করতে চান লেখাটি সেই তারিখে এবং সেই সময়ে অটো পোস্ট হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না।কিভাবে অটো পোস্ট করবেন?
নিচের কয়েকটি ধাপ অনুসরন করলেই অটো পোস্ট করতে পারবেন।> ব্লগার ড্যাশবোর্ড এ যান।
> Create a Post এ ক্লিক করুন।
> একটি পোস্ট লিখুন সম্পূর্ণভাবে।
> এবার ডান পাশে দেখুন Schedule লেখা আছে।এখানে ক্লিক করুন।
> এবার দেখুন Automatic এবং Set date and Time লেখা আছে।এখানে Set date and time এ ক্লিক করুন।
> এখানে থেকে আপনি যেদিন এই লেখাটি প্রকাশ করতে চান সেদিনের তারিখ এবং সময় দিন।
>এবার Done এ ক্লিক করুন।এবং আপনার লেখাটিকে যেভাবে প্রকাশ করেন সেভাবে পাবলিশ এ ক্লিক করুন।তাহলেই আপনি যে টাইম দিয়ে দিয়েছেন ঠিক সেদিন এই লেখাটি প্রকাশ হবে।
আশা করি এটি অনেক কাজে লাগবে।ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।কোন কিছু জানার থাকলে মন্তব্য করুন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।