আজ একটি সুন্দর লেখা দেব যেটির মাধ্যমে কোন লেখাকে আপনি হোম পেজে থেকে লুকিয়ে রাখতে পারবেন।সাধারনত যখন কোন লেখা প্রকাশ করা হয় তখন সেটি হোম পেজে দেখা যায় এখন থেকে আপনি চাইলে কোন লেখাকে হোম পেজ থেকে লুকিয়ে রাখতে পারেন।
কিভাবে লুকিয়ে রাখবেন?
> লুকিয়ে রাখার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।> Template এ যান এখান থেকে Edit Html এ ক্লিক করুন।
> এবার <div class="date-outer"> এই কোড টুকু খুজুন।
> কোড টুকু খুজে পেলে এবার নিচের কোডদ্বারা পরিবর্তন করুন।
এবার আপনি যে লেখাটি লুকিয়ে রাখতে চান সে লেখাটির লিঙ্ক Your-Post-Link এর জায়গায় পেস্ট করুন।আর আপনি যদি অনেক লেখা লুকিয়ে রাখতে চান তার জন্য ANOTHER POST URL এর জায়গায় পেস্ট করুন বা আরো বেশি হলে <b:if condition/> ট্যাগটি ব্যবহার করুন।<div class="date-outer"
<b:if cond='data:blog.pageType == "index"'>
<b:if cond='data:blog.searchQuery == ""'>
<b:if cond='data:blog.searchLabel == ""'>
<b:if cond='data:post.url == "Your-Post-Link"'> style='display:none;'</b:if>
<b:if cond='data:post.url == "ANOTHER POST URL"'> style='display:none;'</b:if>
</b:if>
</b:if>
</b:if>
>
আপনাকে স্বাগতম আপনি সফল ভাবে পেরেছেন।
বিক্লপ পদ্ধতিঃ
প্রতিটি লেখার একটি আলাদা আইডি নাম্বার থাকে। এই আইডি নাম্বার বের করার জন্য আগে একটি পোস্ট আমি করেছি কিভাবে আপনার পোস্টের আইডি নাম্বার বের করবেন এই লেখাটি দেখুন।এবার ব্লগে প্রবেশ করে Template>Edit Html এ ক্লিক করুন।তার আগে পোস্টের আইডি নাম্বার বের করে নিবেন অবশ্যই post-123456 এভাবে। এবার নিচের কোডগুলো Skin ট্যাগের উপরে পেস্ট করে দিন এবং post-8903456 এর জায়গায় আপনার পোস্টের আইডি নাম্বার দিন।
<style>
<b:if cond='data:blog.url == ... >
#post-1234567 {display:none}
</b:if>
<b:if cond='data:blog.searchLabel == ... >
#post-8903456 {display:none}
</b:if>
এবার সেভ করুন।দেখুন পোস্টটি হোমপেজে আর নেই।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।