পোস্টের নিচে বা উপরে আমরা লেখকের নাম দেখতে পায় কিন্তু সে গুলো সাধারন ধরনের হয়।এখন আপনি ওয়ার্ডপ্রেস ধরনের খুব সুন্দর বায়োডাটা যোগ করতে পারেন।
কিভাবে যোগ করবেনঃ
বায়োডাটা যোগ করার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।> Template এ যান।
> Edit Html এ ক্লিক করুন।
> এবার ctrl+f চেপে ]]></b:skin> এই কোডটুকু খুজুন এবং নিচের কোডটি এর উপরে পেস্ট করে দিন।
.about-author { background:#EBF3FB none repeat scroll 0 0; border:1px solid #D4E2E8; font-size:1em; line-height:1.5em; margin:0 0 20px; padding:10px; } .about-author img { background:#FFFFFF none repeat scroll 0 0; border:1px solid #9ED0DE; display:inline; float:left; margin:0 15px 0 0; }
ধাপ ২;
আবার ctrl+f চেপে নিচের কোডটি খুজুন।<div class='post-footer-line post-footer-line-1'>এবার এর নিচে, নিচের কোডগুলো পেস্ট করুন।
<div class='about-author'> <img alt='Display Name' height='100' src='Image URL' width='100'/> <h4>Author: <a href='Profile URL' target='_blank'><data:post.author/></a></h4> <p> Short Description</p> </div> </b:if>
পরিবর্তন করবেন যেভাবেঃ
Display Name: এখানে আপনার ছবির অল্টার ট্যাগ দিন।Image URL: লেখকের ছবির লিঙ্কটি দিন।
Profile URL: লেখকের কোন প্রোফাইল এর লিঙ্ক দিন।
Short Description: লেখকের সম্পর্কে কিছু লেখুন।
এবার সেভ করুন এবং দেখুন প্রতিটি পোস্টের নিচে লেখকের বায়োডাটা দেখা যাচ্ছে।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।