এখন চাইলেই আপনার ব্লগে কন্টাক্ট ফর্ম ফর্ম যোগ করতে পারেন।এর মাধ্যমে সহজেই আপনার ব্লগের ব্যবহারকারীরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।এর মাধ্যমে পাঠানো সব বার্তা আপনার মেইলে চলে যাবে।
কিভাবে যোগ করবেনঃ
> প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
> ব্লগের Layout এ যান।
> যেখানে ফর্মটি বসাতে চান সেখানে Add A Gadget এ ক্লিক করুন।
> এবার একটি পপ আপ উইন্ডো আসবে এখানে থেকে More Gadgets এ ক্লিক করুন।
> এবার দেখুন Contact Form লেখা আছে তার ডান পাশে প্লাস এ ক্লিক করুন।
> এবার টাইটেল দিন তারপর সেভ করুন।ব্যস আপনার ব্লগে সফলভাবে কন্টাক্ট ফর্ম যোগ করা হয়েছে।
আমার লেখাটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না।ভালো থাকুন আমাদের সাথে থাকুন।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।