সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Friday, November 1, 2013

গুগল প্লাস এ কাস্টম ইউজার নেম সেট করে নিন।

গুগল প্লাস গুগল এর একটি সামাজিক যোগাযোগের সাইট।এটি প্রথম ২৮ শে জুন ২০১১ সালে  চালু হয়। গুগল প্লাস এ বর্তমানে ৫০০ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে।গুগল প্লাস সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম সাইট।
এতদিন এখানে কাস্টম কোন লিঙ্ক করা যেত না।এখন থেকে প্রতিটা ইউজার তাদের প্রোফাইল এ কাস্টম লিঙ্ক সেট করতে পারবে।

কাস্টম লিঙ্ক করতে কয়েকটি শর্ত আছে সেগুলো হলোঃ

১। আপনার প্রোফাইল অবশ্যই ১ মাসের বেশি পুরনো হতে হবে। 
২।আপনার একটা ফটো থাকতে হবে।
৩।এবং অবশ্যই সর্বনিন্ম ১০ জন ফলোয়ার থাকতে হবে। 

কিভাবে সেট করবেনঃ

আগে গুগলের প্রোফাইল লিঙ্ক ছিলো ঠিক এই রকম 
এখন থেকে আপনি এটিকে অনেক ছোট করতে পারবেন।অন্য কোন সাইটে গিয়ে নয়।গুগল প্লাস এই সেবাটি এখন থেকে চালূ করেছে।প্রথমে আপনার প্রোফাইল এ লগিন করুন।
আগের শর্ত যদি পুরন থাকে তাহলে আপনার সামনে একটি মেসেজ আসবে যেখানে আপনার ইউজার নেম পরিবর্তন করতে বলবে। এখান থেকে খুব সহযে আপনি পরিবর্তন করতে পারবেন। আর যদি কোন কারনে পরিবর্তন করতে না হয় তবে আপনার প্রোফাইল থেকে About এ যান এবার নিচের দিকে Links লেখা আছে তার নিচে এডিট এ ক্লিক করুন।একটি পপ আপ বক্স আসবে। আপনি যদি এডিট করার যোগ্য হন তাহলে নিচের ছবির মত দেখা যাবে।



এবার আপনি ফাঁকা ঘরে আপনার ইউজার নেম দিয়ে সেভ করুন। 
আর যদি আপনি এটি না করতে পারেন তাহলে নিচের মত একটি বক্স ওপেন হবে।

 

যদি এমন বক্স ওপেন হয় তাহলে বুঝবেন আপনি এডিট করতে পারবেন না।তাহলে চেষ্টা করুন আপনার ফলোয়ার বাড়ানোর।
আগামীতে এই বিষয়ের উপর লিখবো আশা করি।
আমাদের সাথে থাকুন ।ভালো থাকুন।

0 মন্তব্য:

Post a Comment

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।