সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, November 3, 2013

ব্লগে মন্তব্য করার সময় যেসব এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা যায়

ব্লগে মন্তব্য করার সময় অনেকে তাদের সাইটের লিঙ্ক শেয়ার করতে চান কিন্তু কোডিং না জানার কারনে সেটি দিতে পারেন না।আবার কেউ জানার পর ও ভাবে এখানে মনে হয় সব ট্যাগ ব্যবহার করা যায়।
আসলে মন্তব্য করার সময় মোট পাঁচটি ট্যাগ ব্যবহার করা যায়।



কি কি ট্যাগ ব্যবহার করা যায়ঃ

১। <a> ট্যাগ।এটির মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে পারবেন। 
লিঙ্ক শেয়ার করতে <a href="http://www.blogtipsnticks.com">বাংলাই ব্লগিং শিখুন</a> এটি লিখুন এবার আমার সাইটের লিঙ্ক এর জায়গায় আপনার সাইটের লিঙ্ক দিন।তারপর মাঝের বাংলা লেখা টুকু মুছে আপনার সাইটের টাইটেল দিন।

২।<Strong> এবং <B> ট্যাগ লেখাকে মোটা করতে।
৩।<em> এবং <i> ট্যাগ লেখার ফন্ট পরিবর্তন করতে। 

 ব্লগে সাধারনত প্রতিটা লিঙ্ক নোফলো লিঙ্ক হিসাবে কাজ করে। তবে এই ব্লগে প্রতিটা লিঙ্ক ডুফলো লিঙ্ক হিসাবে কাজ করবে।

2 মন্তব্য:

  1. Tips গুলো বেশ কাজের। বাংলার জন্য কাজ করে যান ভাই, আমাদের বাংলা ভাষার জন্য ত্যাগ অন্য জাতি করতে আসবে না- আমাদেরই করতে হবে। দিল থেকে ধন্যবাদ রইল।

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অনেক ধন্যবাদ এই ব্লগে আসার জন্য।

      Delete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।