সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Friday, November 22, 2013

ব্লগের হোমপেজে লেখকের বায়োডাটা দিবেন কিভাবে

এর আগে আমি দেখেয়েছি কিভাবে পোস্টের নিচে লেখকের বায়োডাটা যোগ করা যায়।আজ আমি দেখাব কিভাবে হোমপেজে লেখকের বায়োডাটা যোগ করবেন।এটি ব্লগের সাইডবার বা নিচে যোগ করতে পারবেন।এর মাধ্যমে লেখকের পরিচিতি তুলে ধরতে পারবেন।প্রায় ব্লগেই এটি দেখা যায়।এবার দেখা যাক কিভাবে এটি যোগ করবেন।

কিভাবে যোগ করবেনঃ 

> প্রথমে ব্লগে প্রবেশ করুন।
> Layout এ যান।
> Add A Gadget এ ক্লিক করুন।


> Html/Javascript সিলেক্ট করুন।


> এবার খালি বক্সের মধ্যে নিচের কোডগুলো পেস্ট করুন।
<h3 class="title">About Me</h3>
<div class="widget-content">
<!--[if !IE]> -->
<style>
}
#bbc:hover
 {
border:2px solid #ccc;
cursor:pointer;
}
.opacity
{
opacity: 0.5;
margin-right: 50px;
-moz-transition: all 0.5s ease-out;
-o-transition: all 0.5s ease-out;
-webkit-transition: all 0.5s ease-out;
-ms-transition: all 0.5s ease-out;
transition: all 0.5s ease-out;
-moz-transform: rotate(7deg);
-o-transform: rotate(7deg);
-webkit-transform: rotate(7deg);
-ms-transform: rotate(7deg);
transform: rotate(7deg);
}
.opacity:hover
{
-moz-transform: rotate(0deg);
-o-transform: rotate(0deg);
-webkit-transform: rotate(0deg);
-ms-transform: rotate(0deg);
transform: rotate(0deg);
-moz-box-shadow: 1px 1px 4px #000;
-webkit-box-shadow: 1px 1px 4px #000;
box-shadow: 1px 1px 4px #000;
}
</style>
   <!--[endif]---->

<style>
#bbc
{
border:2px solid #888; margin:2px 5px 0px 0px; padding:2px;
}
#profileAditya:hover
 {
border:2px solid #ccc;
cursor:pointer;
}
.opacity:hover
 {
opacity: 1;
-moz-box-shadow: 1px 1px 4px #000;
-webkit-box-shadow: 1px 1px 4px #000;
box-shadow: 1px 1px 4px #000;
}
</style>
<img class="opacity" id="bbc" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPq2sKOfz4ISh8lBMuUlStK-0wmfP_58bcfDi8nys9ty2Kwqx6IywCl4kyV4CFZM_ciueL-r7l5UaZS1NI6lXxnynepW7T2Q-zIVtR9BxZkFcSqIkWGUDAyQ622s6YhKkZEZ8NqLTTzHU/s72-c/nature+%281%29.jpg" width="100" />
<div style="font-family: Arial Tahoma Verdana; font-size: 14px; text-align: justify; margin-top:-110px; padding-left:120px;">
<b>Founder & Author:</b> Tariqur Rahman is a web designer, web developer and SEO expert currently working on several web projects, he is managing several blogs from his living </div>room alone. He has passion to create video tutorials. He currently makes video tutorials in English, and Bengali..<a style="color:#5634;" href="Your link here" target="_blank">...Read More</a><!--![endif]---->
</div>

এবার সেভ করা আগে কিছু পরিবর্তন করুন।
লাল কালার এর জায়গায় আপনার ছবির লিঙ্ক দিন।
নীল কালার এর জায়গায় আপনার বিস্তারিত লিখুন।
অরেঞ্জ কালার এর জায়গায় আপনার প্রোফাইলের লিঙ্ক দিন।
> এবার সেভ করুন এবং দেখুন।

4 মন্তব্য:

  1. Vai Aita Add Korle Sob Kisu Ulta Palta Hohe Jay.....label ...search sob nichay ase pls help Mail:juwelbdonline.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. না এটা বসানোর জন্য আপনার সাইট কখনোই উল্টা পাল্টা হবে না।কারন এটা একটা গ্যাজেট আপনি এটাকে বডির নিচে বসান আশা করি সমাধান হবে। ধন্যবাদ।

      Delete
  2. vai apni aktu try kore dekben...pls

    ReplyDelete
    Replies
    1. আচ্ছা আপনি অনেক কস্ট করেছেন এটার জন্য। তার জন্য আমি দুংখিত।তবে আমি দেখেছি এটা ঠিক আছে।আপনি এই কোডটা ব্লগের নিচের বারে দেন আশা করি হবে। আর যদি একান্তই না হয় তা হলে আমার সাথে আলাদা ভাবে যোগাযোগ করতে পারেন।আমার গুগল টক starsbd01

      Delete

এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।