পার্সোনাল ব্লগ কিঃ
যেখানে আপনি আপনার নিজস্ব লেখা মতামত প্রকাশ করতে পারবেন। মোটকথা যেখানে আপনি আপনার কথাগুলো লিখতে পারেন।পার্সোনাল ব্লগ আপনি চাইলে সেটি অন্য কেউ দেখতে পারবে না চাইলে কেউ দেখতে পারবে না অথবা আপনি যাকে দেখাতে চান সে দেখতে পারবে।সাধারণত পার্সোনাল ব্লগ গুলো শুধু নিজে দেখার জন্যই করা হয়। মুলত এটা দেখা না নিজের কিছু সংগ্রহ করে বা লিখে সংগ্রহ করা হয় ।কিভাবে ব্লগকে পার্সোনাল করবেনঃ
১# ব্লগকে পার্সোনাল করার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।২# সেটিং এ যান ।
৩# প্রাইভেসি থেকে এডিট এ ক্লিক করুন এবার দুই জায়গায়ই No সিলেক্ট করুন এবং সেভ করুন ।
৪# এবার নিচে Blog Readers এর এডিট এ ক্লিক করুন ।
৫# এবার দেখুন এখানে মোট তিনটি অপশন আছে ।
*অপশন নং ১*
আপনার ব্লগটি যদি সবাইকে দেখাতে চান তাহলে এটি সিলেক্ট করুন। এটি সিলেক্ট করলে আপনাকে উপরের প্রাইভেসি অপশনের দুইটাতেই অবশ্যই Yes সিলেক্ট করতে হবে। তা না হলে আপনার ব্লগটিকে সবাই খুজে পাবে না।
*অপশন নং ২*
ব্লগে যদি একাধিক লেখক থাকে তাহলে সব লেখককে দেখাতে চাইলে এটি সিলেক্ট করুন।
*অপশন নং ৩*
আপনার ব্লগটি যদি প্রাইভেট করতে চান তাহলে এটি সিলেক্ট করুন । এটি সিলেক্ট করলে আপনার ব্লগটি আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না।
আপনার লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ।
0 মন্তব্য:
Post a Comment
এখন থেকে মন্তব্যে ছবি যোগ করতে পারেন।তবে অবশ্যই সেটি ভালো মানের ছবি হতে হবে অন্যথায় মন্তব্যটি মুছে ফেলা হবে এবং মন্তব্যটি অবশ্যই লেখার সাথে সম্পৃক্ত হতে হবে।