সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Thursday, October 31, 2013

ফেসবুক অ্যাকাউন্টকে নিরাপদ রাখার উপায়

ফেসবুক আমরা প্রায় সবাই ব্যবহার করি।ফেসবুক একনাম্বার সোস্যাল সাইট এটাতে কোন ভুল নাই।সারাদিন ফেসবুকে থাকেন কত বন্ধু আপনার। হঠাৎ একদিন দেখলেন আপনার ফেসবুকটি বন্ধ হয়ে গেছে আর খুলছে না। তখন অবশ্যই অনেক মন খারাপ হবে। আর তাই যেন এমন বিপদ না হয় সে জন্যই এই লেখাটি।

কিভাবে নিরাপদ রাখবেন আপনার ফেসবুকঃ

১।শক্ত পাসওয়ার্ড দিনঃ 

ফেসবুক নিরাপদ রাখার ক্ষেত্রে পাসওয়ার্ড খুব জরুরী একটা বিষয়।আপনার পাসওয়ার্ড যত মজবুত হবে অ্যাকাউন্ট তত নিরাপদ হবে।অনেকেই আছেন যারা এই দিকটা খেয়াল করে না।তারা পাসওয়ার্ড অনেক ছোট বা সহজ ভাবে দেন।যার ফলে একদিন দেখা যায় তার ফেসবুক বন্ধ হয়ে গেছে। 
পাসওয়ার্ড দেবার ক্ষেত্রে কয়েকটি দিক মাথায় রাখা জরুরী সেগুলো হলোঃ
ক) পাসওয়ার্ড কখনো আপনার মোবাইল নাম্বার দিবেন না। 
খ) আপনার নাম বা আপনার কোন প্রিয় ব্যক্তির নাম দিবেন না। 
গ) আপনার পোষা প্রাণির নাম দিবেন না। 
ঘ)পাসওয়ার্ড অবশ্যই ১৫ থেকে ৩০ অক্ষরের মধ্যে দিবেন এবং সেখানে কিছু অক্ষর,নাম্বার, কিছু ৳%&( এই জাতীয় সিম্বল দিবেন। আরো ভালো হয় যদি মাঝে কোন স্পেচ দেন। যেমন jhb768jhbc@#~kha-/
ঙ) এবং পাসওয়ার্ড অবশ্যই নিয়মিত আপডেট করবেন। 

আপনার পাসওয়ার্ড যেভাবে পরিবর্তন করবেনঃ প্রথমে Accont Setting এ যান তারপর দেখুন Password অপশন আছে এবার এখানে দেখুন এডিট লেখা আছে এডিট এ ক্লিক করুন আপনার এখনকার পাসওয়ার্ড দিন তারপর দুইবার আপনার নতুন পাসওয়ার্ড দিন এবার সেভ করুন।

২।Trusted Contact যোগ করেঃ

Trusted Contact যোগ করলে যদি কখনো ফেসবুকে সমস্যা হয় তাহলে আপনি তাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে ফিরে পেতে পারেন।এখানে আপনি তিনজনকে Trusted Contact হিসাবে রাখতে পারবেন। 
অবশ্যই আপনি যাদের চেনেন এবং যারা বিপদে সাহায্য করবে তাদের Trusted Contact হিসাবে সিলেক্ট করবেন। 
যেভাবে Trusted Contact  সিলেক্ট করবেন 
আপনার ফেসবুক Account Setting এ যান এবার Security তে যান এখানে Trusted Contact এর এডিট এ ক্লিক করুন।এবার তিনজন কে সিলেক্ট করে সেভ করুন। 

ফেসবুক,ইন্টারনেট মার্কেটিং,সোস্যাল মার্কেটিং


৩।ইমেইল এবং পাসওয়ার্ড ভেরিফিকেশনঃ

ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় একটি ভেরিফিকেশন কোড পাঠায় ইমেইলে অনেকে সেটি কনফার্ম করে না।অবশ্যই সেটি কনফার্ম করে নিন। এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক ভেরিফিকেশন করে নিন।

যেভাবে মোবাইল ভেরিফিকেশন করবেনঃ প্রথমে ফেসবুক Account Security তে যান।তারপর মোবাইল এ ক্লিক করুন এবার এখানে একটি মোবাইল নাম্বার দিন,দেখুন আপনার মোবাইল এ একটি মেসেজ আসছে সেখানে একটি কোড দেয়া আছে সেটি কনফার্ম করুন। 

৪।মোবাইল লগিন কনফার্ম কোডঃ

যখন আপনি আপনার ফেসবুকে লগিন করবেন তখন ফেসবুক থেকে আপনার মোবাইল এ একটি কনফার্ম কোড পাঠাবে সেই কোডটি দিয়ে আপনাকে লগইন কনফার্ম করতে হবে।
এটির মাধ্যমে আপনি যখনি লগইন করবেন তখনই আপনাকে এই কোডটি দিয়ে কনফার্ম করতে হবে। 
তবে আপনার নিজের পিসি দিয়ে অবশ্য বারবার কোড দিতে হবে না। 
যখন অন্য কোন ব্যক্তি আপনার ফেসবুকে লগিন করার চেষ্টা করবে তখন আপনার মোবাইল এ কোড আসবে তার মানে আপনি যখন কোডটি পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে চেষ্টা করছে।তখনি আপনি ব্যবস্হা নিতে পারবেন। 

কিভাবে এটি করবেনঃ
প্রথমে আপনার অ্যাকাউন্ট এর Account Setting এ যান তারপর Security Setting এ যান এবার  Login Approvals  এ ক্লিক করুন Require a security code to access my account from unknown browsers
এটিতে টিক দিন এবার একটি বক্স আসবে। সেখানে Get Started এ ক্লিক করুন।

ফেসবুক,ইন্টারনেট মার্কেটিং,সোস্যাল মার্কেটিং

এবার আর একটি বক্স আসবে এখান থেকে আপনার কি ধরনের মোবাইল সেটা সিলেক্ট করুন এবার Continue এ ক্লিক করুন। 
আপনার যদি Android/I phone ফোন হয় তাহলে তাহলে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশান এ ক্লিক করে এটি অ্যাক্টিভ করতে হবে।
অন্য কোন ফোন হলে আপনাকে ফেসবুক একটি কোড দিবে সেটি দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে।

আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আমাদের সাথে থাকবেন।

লিখেছেন AdminOctober 31, 2013

Wednesday, October 30, 2013

ব্লগার দিয়ে পার্সোনাল ব্লগ করবেন যেভাবে

পার্সোনাল ব্লগ কিঃ

যেখানে আপনি আপনার নিজস্ব লেখা মতামত প্রকাশ করতে পারবেন। মোটকথা যেখানে আপনি আপনার কথাগুলো লিখতে পারেন।পার্সোনাল ব্লগ আপনি চাইলে সেটি অন্য কেউ দেখতে পারবে না চাইলে কেউ দেখতে পারবে না অথবা আপনি যাকে দেখাতে চান সে দেখতে পারবে।সাধারণত পার্সোনাল ব্লগ গুলো শুধু নিজে দেখার জন্যই করা হয়। মুলত এটা দেখা না নিজের কিছু সংগ্রহ করে বা লিখে সংগ্রহ করা হয় ।

কিভাবে ব্লগকে পার্সোনাল করবেনঃ

১# ব্লগকে পার্সোনাল করার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
২# সেটিং এ যান ।

পার্সোনাল ব্লগ,প্রাইভেট ব্লগ, ব্লগ



৩# প্রাইভেসি থেকে এডিট এ ক্লিক করুন এবার দুই জায়গায়ই No সিলেক্ট করুন এবং সেভ করুন ।
৪# এবার নিচে Blog Readers এর এডিট এ ক্লিক করুন ।
৫# এবার দেখুন এখানে মোট তিনটি অপশন আছে ।

পার্সোনাল ব্লগ,প্রাইভেট ব্লগ, ব্লগ

*অপশন নং ১*
আপনার ব্লগটি যদি সবাইকে দেখাতে চান তাহলে এটি সিলেক্ট করুন। এটি সিলেক্ট করলে আপনাকে উপরের প্রাইভেসি অপশনের দুইটাতেই অবশ্যই Yes সিলেক্ট করতে হবে। তা না হলে আপনার ব্লগটিকে সবাই খুজে পাবে না।
*অপশন নং ২*
 ব্লগে যদি একাধিক লেখক থাকে তাহলে সব লেখককে দেখাতে চাইলে এটি সিলেক্ট করুন।
*অপশন নং ৩*
আপনার ব্লগটি যদি প্রাইভেট করতে চান তাহলে এটি সিলেক্ট করুন । এটি সিলেক্ট করলে আপনার ব্লগটি আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না।

আপনার লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ।




লিখেছেন AdminOctober 30, 2013

Tuesday, October 29, 2013

Top Commentators যোগ করুন আপনার ব্লগার ব্লগে

আপনার ব্লগে সর্বোচ্চ মন্তব্যকারী যোগ করে নিতে পারেন খুব সহযে।আপনার ব্লগে যারা আগে মন্তব্য করেছেন তাদের মধ্যে থেকে যারা বেশি মন্তব্য করেছেন তাদের ছবিসহ এখানে দেখা যাবে। এতে করে আপনার ব্লগে বেশি ভিসিটর ও পেতে পারেন।অনেক সময় দেখা যায় অনেকে কোন সাইটের টপ লিস্ট এ আসার চেষ্টা করে।কমেন্ট ঠিক নিচের মত দেখা যাবে।


Top commentators,comment,comment box


 কিভাবে যোগ করবেন:




1: প্রথমে আপনার ব্লগে লগিন করুন।
2: Layout  ট্যাবে যান। 
3:  Add A Gadget এ ক্লিক করুন ।




4: HTML/JavaScript টি  সিলেক্ট  করুন ।

5: এবার টাইটেল এর ফাঁকা ঘরে আপনার পছন্দ মত টাইটেল দিয়ে নিচের ফাঁকা বক্সে এখান কার নিচের কোডটুকু পেস্ট করে দিন।

<style type="text/css">
.top-commentators {
margin: 3px 0;
border-bottom: 1px dotted #ccc;
}
.avatar-<style type="text/css">
.top-commentators {
margin: 3px 0;
border-bottom: 1px dotted #ccc;
}
.avatar-top-commentators {
vertical-align:middle;
border-radius: 30px;
}
.top-commentators .commenter-link-name {
padding-left:0;
}
</style>
<script type="text/javascript">
var maxTopCommenters = 8; 
var minComments = 1;      
var numDays = 0;          
var excludeMe = true;     
var excludeUsers = ["Anonymous", "someotherusertoexclude"];  
var maxUserNameLength = 42;
//
var txtTopLine = '<b>[#].</b> [image] [user] ([count])';
var txtNoTopCommenters = 'No top commentators at this time.';
var txtAnonymous = '';
//
var sizeAvatar = 33;
var cropAvatar = true;
//
var urlNoAvatar = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMyghWJQmL6SGyrauabImKzJAs-D4H7ETfyDoGVPUy2X19aJQPSoF8Iu1MvBBwNdhNX3u5PuraRKQJhyHrKDFOmEFRIk7jzHl4BbQNOK0A4OP8SydcauLa11O43z6gl9QQvCYBz8kJMngq/s1600/avatar_blue_m_96.png" + sizeAvatar;
var urlAnoAvatar = 'https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyBJwRhJYo4jzCggCj4L2RmqdBNy6bwNFjeVqLKjR4siM1l7sX2OjiOjQ9b7vscED2bnmEY65cT20QOKiJInb3tx06tLka7CMfZEVFV5h87eSaFMpRsI9bDfWXvtN_aMg7mmHbtCzf9Ij_/s1600/avatar1.png' + sizeAvatar;
var urlMyProfile = '';
var urlMyAvatar = '';

if(!Array.indexOf) {
 Array.prototype.indexOf=function(obj) {
  for(var i=0;i<this.length;i++) if(this[i]==obj) return i;
  return -1;
}}
function replaceTopCmtVars(text, item, position)
{
  if(!item || !item.author) return text;
  var author = item.author;

  var authorUri = "";
  if(author.uri && author.uri.$t != "")
    authorUri = author.uri.$t;

  var avaimg = urlAnoAvatar;
  var bloggerprofile = "http://www.blogger.com/profile/";
  if(author.gd$image && author.gd$image.src && authorUri.substr(0,bloggerprofile.length) == bloggerprofile)
    avaimg = author.gd$image.src;
  else {
    var parseurl = document.createElement('a');
    if(authorUri != "") {
      parseurl.href = authorUri;
      avaimg = 'http://www.google.com/s2/favicons?domain=' + parseurl.hostname;
    }
  }
  if(urlMyProfile != "" && authorUri == urlMyProfile && urlMyAvatar != "")
    avaimg = urlMyAvatar;
  if(avaimg == "http://img2.blogblog.com/img/b16-rounded.gif" && urlNoAvatar != "")
    avaimg = urlNoAvatar;
  var newsize="s"+sizeAvatar;
  avaimg = avaimg.replace(/\/s\d\d+-c\//, "/"+newsize+"-c/");
  if(cropAvatar) newsize+="-c";
  avaimg = avaimg.replace(/\/s\d\d+(-c){0,1}\//, "/"+newsize+"/");

  var authorName = author.name.$t;
  if(authorName == 'Anonymous' && txtAnonymous != '' && avaimg == urlAnoAvatar)
    authorName = txtAnonymous;
  var imgcode = '<img class="avatar-top-commentators" height="'+sizeAvatar+'" width="'+sizeAvatar+'" title="'+authorName+'" src="'+avaimg+'" />';
  if(authorUri!="") imgcode = '<a href="'+authorUri+'">'+imgcode+'</a>';

  if(maxUserNameLength > 3 && authorName.length > maxUserNameLength)
    authorName = authorName.substr(0, maxUserNameLength-3) + "...";
  var authorcode = authorName;
  if(authorUri!="") authorcode = '<a class="commenter-link-name" href="'+authorUri+'">'+authorcode+'</a>';

  text = text.replace('[user]', authorcode);
  text = text.replace('[image]', imgcode);
  text = text.replace('[#]', position);
  text = text.replace('[count]', item.count);
  return text;
}

var topcommenters = {};
var ndxbase = 1;
function showTopCommenters(json) {
  var one_day=1000*60*60*24;
  var today = new Date();

  if(urlMyProfile == "") {
    var elements = document.getElementsByTagName("*");
    var expr = /(^| )profile-link( |$)/;
    for(var i=0 ; i<elements.length ; i++)
      if(expr.test(elements[i].className)) {
        urlMyProfile = elements[i].href;
        break;
      }
  }

  if(json && json.feed && json.feed.entry && json.feed.entry.length) for(var i = 0 ; i < json.feed.entry.length ; i++ ) {
    var entry = json.feed.entry[i];
    if(numDays > 0) {
      var datePart = entry.published.$t.match(/\d+/g);
      var cmtDate = new Date(datePart[0],datePart[1]-1,datePart[2],datePart[3],datePart[4],datePart[5]);
    
      var days = Math.ceil((today.getTime()-cmtDate.getTime())/(one_day));
      if(days > numDays) break;
    }
    var authorUri = "";
    if(entry.author[0].uri && entry.author[0].uri.$t != "")
      authorUri = entry.author[0].uri.$t;

    if(excludeMe && authorUri != "" && authorUri == urlMyProfile)
      continue;
    var authorName = entry.author[0].name.$t;
    if(excludeUsers.indexOf(authorName) != -1)
      continue;

    var hash=entry.author[0].name.$t + "-" + authorUri;
    if(topcommenters[hash])
      topcommenters[hash].count++;
    else {
      var commenter = new Object();
      commenter.author = entry.author[0];
      commenter.count = 1;
      topcommenters[hash] = commenter;
    }
  }
  if(json && json.feed && json.feed.entry && json.feed.entry.length && json.feed.entry.length == 200) {
    ndxbase += 200;
    document.write('<script type="text/javascript" src="http://'+window.location.hostname+'/feeds/comments/default?redirect=false&max-results=200&start-index='+ndxbase+'&alt=json-in-script&callback=showTopCommenters"></'+'script>');
    return;
  }

  // convert object to array of tuples
  var tuplear = [];
  for(var key in topcommenters) tuplear.push([key, topcommenters[key]]);

  tuplear.sort(function(a, b) {
    if(b[1].count-a[1].count)
        return b[1].count-a[1].count;
    return (a[1].author.name.$t.toLowerCase() < b[1].author.name.$t.toLowerCase()) ? -1 : 1;
  });

  var realcount = 0;
  for(var i = 0; i < maxTopCommenters && i < tuplear.length ; i++) {
    var item = tuplear[i][1];
    if(item.count < minComments)
        break;
    document.write('<di'+'v class="top-commentators">');
    document.write(replaceTopCmtVars(txtTopLine, item, realcount+1));
    document.write('</d'+'iv>');
    realcount++;
  }
  if(!realcount)
    document.write(txtNoTopCommenters);
}
document.write('<script type="text/javascript" src="http://'+window.location.hostname+'/feeds/comments/default?redirect=false&max-results=200&alt=json-in-script&callback=showTopCommenters"></'+'script>');
</script> top-commentators {
vertical-align:middle;
border-radius: 30px;
}
.top-commentators .commenter-link-name {
padding-left:0;
}
</style> <script type="text/javascript">
var maxTopCommenters = 8; 
var minComments = 1;      
var numDays = 0;          
var excludeMe = true;     
var excludeUsers = ["Anonymous", "someotherusertoexclude"];  
var maxUserNameLength = 42;
//
var txtTopLine = '<b>[#].</b> [image] [user] ([count])';
var txtNoTopCommenters = 'No top commentators at this time.';
var txtAnonymous = '';
//
var sizeAvatar = 33;
var cropAvatar = true;
//
var urlNoAvatar = "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMyghWJQmL6SGyrauabImKzJAs-D4H7ETfyDoGVPUy2X19aJQPSoF8Iu1MvBBwNdhNX3u5PuraRKQJhyHrKDFOmEFRIk7jzHl4BbQNOK0A4OP8SydcauLa11O43z6gl9QQvCYBz8kJMngq/s1600/avatar_blue_m_96.png" + sizeAvatar;
var urlAnoAvatar = 'https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyBJwRhJYo4jzCggCj4L2RmqdBNy6bwNFjeVqLKjR4siM1l7sX2OjiOjQ9b7vscED2bnmEY65cT20QOKiJInb3tx06tLka7CMfZEVFV5h87eSaFMpRsI9bDfWXvtN_aMg7mmHbtCzf9Ij_/s1600/avatar1.png' + sizeAvatar;
var urlMyProfile = '';
var urlMyAvatar = '';

if(!Array.indexOf) {
 Array.prototype.indexOf=function(obj) {
  for(var i=0;i<this.length;i++) if(this[i]==obj) return i;
  return -1;
}}
function replaceTopCmtVars(text, item, position)
{
  if(!item || !item.author) return text;
  var author = item.author;

  var authorUri = "";
  if(author.uri && author.uri.$t != "")
    authorUri = author.uri.$t;

  var avaimg = urlAnoAvatar;
  var bloggerprofile = "http://www.blogger.com/profile/";
  if(author.gd$image && author.gd$image.src && authorUri.substr(0,bloggerprofile.length) == bloggerprofile)
    avaimg = author.gd$image.src;
  else {
    var parseurl = document.createElement('a');
    if(authorUri != "") {
      parseurl.href = authorUri;
      avaimg = 'http://www.google.com/s2/favicons?domain=' + parseurl.hostname;
    }
  }
  if(urlMyProfile != "" && authorUri == urlMyProfile && urlMyAvatar != "")
    avaimg = urlMyAvatar;
  if(avaimg == "http://img2.blogblog.com/img/b16-rounded.gif" && urlNoAvatar != "")
    avaimg = urlNoAvatar;
  var newsize="s"+sizeAvatar;
  avaimg = avaimg.replace(/\/s\d\d+-c\//, "/"+newsize+"-c/");
  if(cropAvatar) newsize+="-c";
  avaimg = avaimg.replace(/\/s\d\d+(-c){0,1}\//, "/"+newsize+"/");

  var authorName = author.name.$t;
  if(authorName == 'Anonymous' && txtAnonymous != '' && avaimg == urlAnoAvatar)
    authorName = txtAnonymous;
  var imgcode = '<img class="avatar-top-commentators" height="'+sizeAvatar+'" width="'+sizeAvatar+'" title="'+authorName+'" src="'+avaimg+'" />';
  if(authorUri!="") imgcode = '<a href="'+authorUri+'">'+imgcode+'</a>';

  if(maxUserNameLength > 3 && authorName.length > maxUserNameLength)
    authorName = authorName.substr(0, maxUserNameLength-3) + "...";
  var authorcode = authorName;
  if(authorUri!="") authorcode = '<a class="commenter-link-name" href="'+authorUri+'">'+authorcode+'</a>';

  text = text.replace('[user]', authorcode);
  text = text.replace('[image]', imgcode);
  text = text.replace('[#]', position);
  text = text.replace('[count]', item.count);
  return text;
}

var topcommenters = {};
var ndxbase = 1;
function showTopCommenters(json) {
  var one_day=1000*60*60*24;
  var today = new Date();

  if(urlMyProfile == "") {
    var elements = document.getElementsByTagName("*");
    var expr = /(^| )profile-link( |$)/;
    for(var i=0 ; i<elements.length ; i++)
      if(expr.test(elements[i].className)) {
        urlMyProfile = elements[i].href;
        break;
      }
  }

  if(json && json.feed && json.feed.entry && json.feed.entry.length) for(var i = 0 ; i < json.feed.entry.length ; i++ ) {
    var entry = json.feed.entry[i];
    if(numDays > 0) {
      var datePart = entry.published.$t.match(/\d+/g);
      var cmtDate = new Date(datePart[0],datePart[1]-1,datePart[2],datePart[3],datePart[4],datePart[5]);
    
      var days = Math.ceil((today.getTime()-cmtDate.getTime())/(one_day));
      if(days > numDays) break;
    }
    var authorUri = "";
    if(entry.author[0].uri && entry.author[0].uri.$t != "")
      authorUri = entry.author[0].uri.$t;

    if(excludeMe && authorUri != "" && authorUri == urlMyProfile)
      continue;
    var authorName = entry.author[0].name.$t;
    if(excludeUsers.indexOf(authorName) != -1)
      continue;

    var hash=entry.author[0].name.$t + "-" + authorUri;
    if(topcommenters[hash])
      topcommenters[hash].count++;
    else {
      var commenter = new Object();
      commenter.author = entry.author[0];
      commenter.count = 1;
      topcommenters[hash] = commenter;
    }
  }
  if(json && json.feed && json.feed.entry && json.feed.entry.length && json.feed.entry.length == 200) {
    ndxbase += 200;
    document.write('<script type="text/javascript" src="http://'+window.location.hostname+'/feeds/comments/default?redirect=false&max-results=200&start-index='+ndxbase+'&alt=json-in-script&callback=showTopCommenters"></'+'script>');
    return;
  }

  // convert object to array of tuples
  var tuplear = [];
  for(var key in topcommenters) tuplear.push([key, topcommenters[key]]);

  tuplear.sort(function(a, b) {
    if(b[1].count-a[1].count)
        return b[1].count-a[1].count;
    return (a[1].author.name.$t.toLowerCase() < b[1].author.name.$t.toLowerCase()) ? -1 : 1;
  });

  var realcount = 0;
  for(var i = 0; i < maxTopCommenters && i < tuplear.length ; i++) {
    var item = tuplear[i][1];
    if(item.count < minComments)
        break;
    document.write('<di'+'v class="top-commentators">');
    document.write(replaceTopCmtVars(txtTopLine, item, realcount+1));
    document.write('</d'+'iv>');
    realcount++;
  }
  if(!realcount)
    document.write(txtNoTopCommenters);
}
document.write('<script type="text/javascript" src="http://'+window.location.hostname+'/feeds/comments/default?redirect=false&max-results=200&alt=json-in-script&callback=showTopCommenters"></'+'script>');
</script>


 6: এবার সেভ করুন।

আপনি এখানে আপনার পছন্দ মত কয়টি কমেন্টার থাকবে সেটি সেট করে দিতে পারেন

var maxTopCommenters = 8;  এখানে ৮ এর জায়গায় আপনি যে সংখ্যাটি দিবেন ততগুলো কমেন্টার আপনার ব্লগে দেখা যাবে।
var sizeAvatar = 33 এখান থেকে আপনি এভাটার সাইজ দিতে পারেন।

ভালো থাকেন আর আমাদের সাথে থাকুন।


লিখেছেন AdminOctober 29, 2013

Monday, October 28, 2013

Rifqiy প্রিমিয়াম থিমটি নিন একদম ফ্রী





অরিজিনাল নামঃ  Rifqiy - Responsive Magazine/News Blogger Template
তৈরি করেছেনঃ
তৈরির সময়ঃ 20 June 13
দামঃ ২০ ডলার
ফাইল সাইজঃ 3.5 mb
কলাম সংখ্যাঃ 4+
ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 

বৈশিষ্ট সমৃহঃ

  • Responsive Design (Full Width or Boxed Width)
  • Manual Featured Post from Image Widget (Slideshow)
  • Auto Featured Post (Slideshow)
  • Support Advance Editor (Change Background Image, Color and Font Type)
  • Lightweight Auto read-more (support third party image, and Youtube Thumbnail)
  • Ajax load more post
  • Ajax Page Navigation New
  • 3 Comment System Support (Blogger Comment, Facebook Comment and Disqus Commnent) New
  • Cool blogger threaded comment (Support Google+ Comment)
  • JSON Search Result *
  • Ajax Recent Post by Tag (5 Post Type(Slider, Vertical, Combine, Gallery and Horizontal)) Support Random New
  • Ajax Recent Comment Widget *
  • Ajax Related Post Widget *
  • Ajax NewsTicker *
  • Two View Mode (List and Grid) with Cookies
  • Tabs Widgets Ready
  • Optimize SEO
  • Emoticon (Blogger Comment)
  • Comment View with Cookies
  • RTL Language Support
  • Compatible with major browsers (IE8+,Mozilla,Chrome,Safari)
  • Custom Error 404 Page
  • Professional admin layout, help you easy work with blog layout.
 ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 

লিখেছেন AdminOctober 28, 2013

Geek Press প্রিমিয়াম থিমটি ফ্রী ডাউনলোড করুন ব্লগের জন্য By Theme forest

ব্লগার থিম,ব্লগার টেমপ্লেট,টেমপ্লেট,



অরিজিনাল নামঃ  Geek Press - Responsive News & Magazine Template  
তৈরি করেছেনঃ
তৈরির সময়ঃ ৩০ সেপ্টেম্বর ২০১৩ 
দামঃ ২০ ডলার
ফাইল সাইজঃ ২.৬০ mb
কলাম সংখ্যাঃ ৩ টি
ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন  

বৈশিষ্ট সমৃহঃ  

  • Current version 1.3
  • 100% Reponsive
  • Build home layout by add / drag / drop widgets (very easy change the sorting of the label sections or repeat label sections)
  • Smart Resize Thumbnail
  • Auto detect social icons
  • Build drop down menu without touch to code
  • Support shortcodes
  • Custom 404 page
  • Allow post reviews
  • Advance Editor: upload background images, change background color, key colors, fonts.
  • Very friendly Admin Panel
  • Well Documentation
  • Threaded comments with emoticons
  • Blogger, Facebook and Disqus comment sytems ready and allow your visitors easy to switch, template will auto remember visitors’s choice for future.
  • Related posts ready.

ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 


লিখেছেন AdminOctober 28, 2013

Sunday, October 27, 2013

Flat News প্রিমিয়াম থিমটি আপনার ব্লগের জন্য ফ্রীতে নিন

ব্লগার থিম,ব্লগার টেমপ্লেট



অরিজিনাল নামঃ  Flat News - Easy News & Magazine Template
অরিজিনাল দামঃ ২০ ডলার 
তৈরি করেছেনঃ
কলাম সংখ্যাঃ ৩
ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 

বৈশিষ্ট সমৃহঃ 

  • Current version: 1.9.
  • 100% Reponsive
  • Build home layout by add / drag / drop widgets (very easy change the sorting of the label sections or repeat label sections)
  • Smart Resize Thumbnail
  • Auto detect social icons
  • Ads ready
  • Build drop down menu by add widgets
  • Support shortcodes
  • Custom 404 page
  • Allow post reviews
  • Advance Editor: upload background images, change background color, key colors, fonts.
  • Very friendly Admin Panel
  • Well Documentation
  • Threaded comments with emoticons
  • Support Print CSS and allow visitors share articles email
  • Allow visitors increase / decrease text size and auto remember for future.
  • Facebook and Disqus comment ready and easy to allow visitors switch, auto remember for future.
  • Related posts ready.

ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 

লিখেছেন AdminOctober 27, 2013

quickly ব্লগার টেমপ্লেটটি নিন একদম ফ্রীতে

ব্লগার টেমপ্লেট,ব্লগার থিম,টেমপ্লেট


quickly blogger template,blogger template,ব্লগার থিম,টেমপ্লেট

অরিজিনাল নামঃ Quickly - Responsive Blogger Template
তৈরি করেছেনঃ 
অরিজিনাল জায়গাঃ Themeforest.net 
ফাইল সাইজঃ ৯৬৪kb
কলাম সংখ্যাঃ ২টি 

ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 


এই থিমটি সত্যি অসাধারন একটি থিম। এটি Themeforest.com এ পর্যন্ত ২৪৬ বার বিক্রি হয়েছে।
এই থিমটির এত সুন্দর যে সত্যিই আপনাকে মুগ্ধ করবে।

কি আছে এই থিমটাতেঃ 

  • Masonry Powered Grid
  • Sleek design with a responsive layout
  • Effective thumbnail and summary generator w/ Youtube Thumbnail
  • Supports archive template
  • Custom 404 error page
  • Background, Color and font customization
  • Documentation

 তাহলে নিন ডাউনলোড করে

ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 

 

লিখেছেন AdminOctober 27, 2013

Maxxiz টেমপ্লেটটি ফ্রী ডাউনলোড করে নিন আপনার ব্লগের জন্য

maxxiz,ব্লগার থিম,টেমপ্লেট

maxxiz


অরিজিনাল নামঃ Maxxiz - Responsive Blogger Template
ধরনঃব্লগার /ব্লগস্পট
অরিজিনাল জায়গাঃ থিম ফোরেস্ট  
তৈরি করেছেনঃ
অরিজিনাল দামঃ ২০ডলার
কলাম সংখ্যাঃ৪+
ব্রাউজার সাপোর্টঃ IE8, IE9, IE10, Firefox, Safari, Opera, Chrome
তৈরি হয়েছেঃ ৬ আগষ্ট ২০১৩ 


থিমটির বৈশিষ্টঃ 

  • Responsive Design
  • Manual Featured Post from Image Widget (Responsive Skitter Slideshow)
  • Auto Featured Post (Responsive Skitter Slideshow)*
  • Support Blogger Template Customize Editor
  • Lightweight Auto read-more (support third party image, and Youtube Thumbnail)
  • Ajax load more post
  • Page Navigation
  • Tabs Widgets ready
  • Cool blogger threaded comment (Support Google+ Comment)
  • JSON Search Result *
  • Ajax Recent Post by Tag (3 Post Type(Slider, Vertical, and Horizontal) support random) *
  • Ajax Recent Comment Widget *
  • Ajax Related Post Widget *
  • Ajax News Ticker Widget *
  • Two View Mode (List and Grid) with Cookies
  • Optimize SEO
  • Meta Keywords And Description Support (Official Meta Description Support)
  • Emoticon
  • Compatible with major browsers (IE9+,Mozilla,Chrome,Safari,Opera)
  • Custom Error 404 Page
  • Custom Share widget icon (addthis widget plugin)
  • Professional admin layout, help you easy work with blog layout.

তাহলে নিন ডাউনলোড করে।
Mediafire LInk pass: anaktimor17blog
       Download Link: Maxxiz
http://stashbox.org/1271298/maxxiz-responsive-blogger-template.zip
http://prefiles.com/vnwi3929tejf/themeforest-5322391-maxxiz-responsive-blogger-template.zip
http://dfiles.eu/files/ohawtnjbf
http://www.myuplbox.com/file/download/930471
http://www67.zippyshare.com/v/22714105/file.html
http://www.share-byte.net/FAmrE7
http://www.nowdownload.ch/dl/dk8eo4s8xm6rq

লিখেছেন AdminOctober 27, 2013

Syahira ব্লগার প্রিমিয়াম টেমপ্লেটটি নিন ফ্রী

অরিজিনাল নামঃ Syahira - Responsive Blogger Template
তৈরি করেছেনঃ
অরিজিনাল দামঃ ২০ ডলার
ধরনঃ প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট 
ভার্সনঃ ১.২০
শেষ আপডেটঃ October 21st, 2013



থিমটির বৈশিষ্টঃ 
  • Responsive Design (Full Width or Boxed Width)
  • Manual Featured Post from Image Widget (3D Slideshow)
  • Auto Featured Post (3D Slideshow)
  • Support Advance Editor (Change Background Image, Color and Font Type)
  • Lightweight Auto read-more (support third party image, and Youtube Thumbnail)
  • Ajax load more post
  • Ajax Page Navigation New
  • Tabs Widgets ready
  • 3 Comment System Support (Blogger Comment, Facebook Comment and Disqus Commnent) New
  • Cool blogger threaded comment (Support Google+ Comment)
  • JSON Search Result *
  • Ajax Recent Post by Tag (5 Post Type(Slider, Vertical, Combine, Gallery and Horizontal)) Support Random New
  • Ajax Recent Comment Widget *
  • Ajax Related Post Widget *
  • Two View Mode (List and Grid) with Cookies
  • Optimize SEO
  • Comment View with Cookies New
  • RTL Language Support
  • Meta Keywords And Description Support (Official Meta Description Support)
  • Emoticon
  • Compatible with major browsers (IE9+,Mozilla,Chrome,Safari,Opera)
  • Custom Error 404 Page
  • Professional admin layout, help you easy work with blog layout.

ডাউনলোড লিঙ্ক 

লিখেছেন AdminOctober 27, 2013

Bpress ব্লগার প্রিমিয়াম থিমটি নিন একদম ফ্রী

অরিজিনাল নামঃ Bpress - New & Responsive/Magazin Blogger Template
অরিজিনাল দামঃ২০ ডলার
তৈরি করেছেনঃ CBTBLOGGER
ডিমো দেখুনঃ ডিমো Bpress
অরিজিনাল জায়গাঃ Themeforest.net
ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন
 এটি আসলে একটি অসাধারন থিম ।এই পর্যন্ত এটি ৫০ বার ডাউনলোড করা হয়েছে।থিমটি আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন কি আছে এই থিমে।একবার দেখে নেয়া যাক কি আছে এই থিমে।


bpress blogger theme,free theme,blogger theme


থিমটির বৈশিষ্টঃ 

  • esponsive Template Design
  • Auto Blog Post summarize
  • Auto Image Crop With Thumbnail (Home Page and Label Page Only)
  • Css And HTML Base Menu With Drop down
  • Auto Date Show At Header Right side
  • Tabs Widgets ready (Powered By Jquery)
  • Image Slider (Powered By Jquery)
  • Simple User Friendly Search Box
  • Auto Pagination Added To Post Footer
  • Simple And User Friendly Social Icon’s Placed Header Right Side
  • Social Share Widget (Placed Post Footer)
  • Custom Error 404 Page With Search Box (Official 404 Page)
  • Related Post Widget (Placed Post Footer)
  • Ads Banner Ready
  • Meta Keywords And Description Support (Official Meta Description Support)
  • Modern Recent Post By Labels
  • Quick Massage Option (Using Official Contact Form)
  • 4 Column Footer Area
  • Flicker Image Gallery
  • Official “FOLLOW BY EMAIL” Widget
ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড করুন 


bpress blogger theme,free theme,blogger theme

লিখেছেন AdminOctober 27, 2013

ব্লগার/ব্লগস্পট এর জন্য Cody প্রিমিয়াম থিমটি নিন ফ্রী

থিম নামঃ Cody -Responsive Magazine Blogget Template
থিমের ধরনঃব্লগার/ব্লগস্পট
অরিজিনাল দামঃ২০ ডলার
অরিজিনাল থিমের জায়গাঃ Themeforest.net



 

কি কি আছে এই থিমেঃ

  • Responsive Template Design
  • Auto Blog Post summarize
  • Auto Image Crop With Thumbnail (Home Page and Label Page Only)
  • Css And HTML Base Menu With Drop down
  • Auto Date Show At Header Right side
  • Tabs Widgets ready (Powered By Jquery)
  • Image Slider (Powered By Jquery)
  • Simple User Friendly Search Box
  • Auto Pagination Added To Post Footer
  • Social Share Widget (Placed Post Footer)
  • Custom Error 404 Page With Search Box (Official 404 Page)
  • Related Post Widget (Placed Post Footer)
  • Ads Banner Ready
  • Meta Keywords And Description Support (Official Meta Description Support)
  • Recent Post By Label
  • 4 Column Footer Area
  • Flicker Image Gallery
  • Flicker Image Gallery
  • Official “FOLLOW BY EMAIL” Widget
  • Popup Contat Us Widget (Official Contact us Widget)
  • User Friendly Layout Page

ডাউনলোড লিঙ্কঃ  Prefiles.com


লিখেছেন AdminOctober 27, 2013

Saturday, October 26, 2013

ব্লগার/ব্লগস্পট এ যোগ করুন সুন্দর সার্চ বক্স

আপনার ব্লগে যোগ করুন সুন্দর একটি সার্চ বক্স।আসলে এটি খুব সুন্দর।আমি জানি আপনি হয়তো খুশি হবেন এটি পেয়ে।আমি আপনাকে মোট ছয়টি সুন্দর সার্চ বক্স দেব। তাহলে দেখে নিন এগুলো কেমন?

search box,সার্চ বক্স

আসলে সুন্দর তাই না।তাহলে আসুন যোগ করে নেয়া যাক।

কিভাবে যোগ করবেনঃ 

১।প্রথমে আপনার ব্লগে লগিন করুন । তারপর Blogger Dashboard -> Design tab -> Page Elements
২।এবার Add A Gadget এ ক্লিক করুন আপনি যেখানে এটি বসাতে চান।
৩।এর মধ্যে থেকে Html/Javascript টি পছন্দ করুন।
৪। এবার এখান থেকে যে কোন একটি সার্চ বক্সের কোড নিয়ে পেস্ট করে সেভ করুন।

"সার্চ বক্স ধরন নং ১"

search box,সার্চ বক্স



"সার্চ বক্স ধরন নং ২"



"সার্চ বক্স ধরন নং ২"



"সার্চ বক্স ধরন নং ৪"



"সার্চ বক্স ধরন নং ৫"


 

"সার্চ বক্স ধরন নং ৬"

লিখেছেন AdminOctober 26, 2013

Friday, October 25, 2013

Sevida ফ্রী প্রিমিয়াম থিমটি নিন আপনার ব্লগের জন্য

সেভিদা থিমটি আসলে অসাধারন একটি থিম। আপনি চাইলেই এটি ফ্রী ইউজ করতে পারবেন না। কারন এই থিমটির দাম মাত্র ২০ ডলার। আর তাই আমি এই থিমটি আপনার জন্য ফ্রী দেব।এটি খুব সুন্দর একটি থিম।শুধুমাত্র ব্লগার এর জন্য। একনজরে দেখে নেয়া যাক কি আছে এই থিমে।



এটিতে আছেঃ
  • Responsive Design
  • Auto Featured Post from JSON (Slideshow)
  • Support Advance Editor
  • Lightweight Auto read-more (Official Thumbnail)
  • Ajax load more post
  • Cool blogger threaded comment (Support Google+ Comment)
  • Compatible with major browsers (IE8+,Mozilla,Chrome,Safari)
  • JSON Search Result
  • Two View Mode (List and Grid) width Cookies
  • Recent Comment Widget
  • News Ticker Widget
  • Related Post Widget
  • Optimize SEO
  • Archive Page
  • Emoticon 
  • Professional admin layout, help you easy work with blog layout.      


এই থিমটিতে আরোও অনেক কিছু আছে যা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

লিখেছেন AdminOctober 25, 2013

Workmag থিমটি ফ্রী ডাউনলোড করুন

এটি একটি প্রিমিয়াম থিম। এই থিমটির দাম ২০ ডলার। বিশ্বাস না হয় দেখে আসুন । এটি আমি আপনাদের ফ্রী দেব। এটি খুব সুন্দর একটি থিম।



এই থিমে কি কি আছে একটু দেখে নিন।

  • Responsive Template Design
  • Auto Blog Post summarize And "Read More" Button
  • Auto Image Crop With Thumbnail (Home Page and Label Page Only)
  • Css And HTML Base Menu With Drop down
  • Auto Date Show At Header Right side
  • Tabs Widgets ready (Powered By Jquery)
  • Image Slider (Powered By Jquery)
  • Simple User Friendly Search Box
  • Auto Pagination Added To Post Footer
  • Social Icons Collection(Placed Post Footer)
  • Social Share Widget (Placed Post Footer)
  • Custom Error 404 Page With Search Box (Official 404 Page)
  • Related Post Widget (Placed Post Footer)
  • Ads Banner Ready
  • Meta Keywords And Description Support (Official Meta Description Support)
  • Random Post Selector
  • Recent Post By Label
  • 4 Column Footer Area
  • Flicker Image Gallery
  • Official "FOLLOW BY EMAIL" Widget
Files Included : Layered PSD, CSS Files, JS Files
Documentation : Well Documented
Compatible Browsers : All major browsers

এককথায় অসাধারন একটি থিম।তাহলে নিন ডাউনলোড করে।


লিখেছেন AdminOctober 25, 2013

টুইটারের ২২টি অতি প্রয়োজনীয় সর্টকার্ট

আপনি যদি টুইটার ব্যবহার করে থাকেন,তাহলে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি। যেটি আপনার অনেক সময় কে বাচিয়ে দেবে। আমি আপনাকে কিছু সর্টকার্ট লিস্ট দেব যেখান থেকে আপনি শুধু মাত্র কিবোর্ড থেকে এক ক্লিক করে আপনার কাজটি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই।

  1. B = Block User
  2. F = Favorite
  3. J = Next Tweet
  4. K = Previous Tweet
  5. L = Close Open Tweet
  6. N = New Tweet
  7. R = Reply
  8. T = Retweet
  9. U = Unblock User
  10. GA = Activity Page
  11. GC = Connect Page
  12. GD = Discover Page
  13. GF = Favorites 
  14. GH = Home
  15. GL = Lists
  16. GM = Messages
  17. GP = Profile
  18. GR = Mentions
  19. GS = Settings
  20. GU = Go To A Profile 
  21. Space = Page Down
  22. Question Mark = Load shortcut  Menu


লিখেছেন AdminOctober 25, 2013

টুইটার কে কিভাবে ব্যবহার করবেন

টুইটার একটি ব্যতিক্রমধর্মী সোস্যাল সাইট।বর্তমানে টুইটার এর Alexa রাঙ্কিং ১0 তম।আর এর পেজ রাঙ্ক ১০ এর মধ্যে ১০।টুইটার মুলত একটি মাইক্রো ব্লগিং সাইট।

টুইটার কে বলা হয় 'Real time social networking' সাইট ।টুইটার এ মানুষ তাদের মুহুর্ত গুলো শেয়ার করে থাকে।

আমি আপনাদের কে বলব কিভাবে আপনার টুইটার কে আপনি আপনার ব্যবসায়ের কাজে ব্যবহার করবেন।

ধাপ নং ১#

প্রথমে আপনি Twitter .com এ যান ।তারপর একটি অ্যাকাউন্ট খুলুন।আর আগে থাকলে sign in করুন।
নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনার নাম,ইমেইল পাসওয়ার্ড লিখুন।

ধাপ নং ২#

Tweet: আপনি একটি টুইট এ ১৪০ টি অক্ষর ব্যবহার করতে পারবেন।তারমধ্যে আপনি সাধারন কথা,হ্যাশট্যাগ,অন্য কোন লিঙ্ক বা @ইউজারনেম ব্যবহার করতে পারবেন। 

 Retweet: Retweet বলতে বুঝাই যে টুইট টি আগে কেউ করেছে সেটি আবার পুনরাই টুইট করা। অনেক টা ফেসবুকের শেয়ার করার মত। Retweet করলে আপনার সব ফলোয়ার রা দেখতে পারবে।

Retweet করতে হলে আপনাকে প্রথমে RT<space>দিয়ে @starsbd ( আপনি যার টুইটটি Retweet করবেন তার ইউজারনেম ) তারপর আপনার মন্তব্য বা অন্য কোন কথা। অথবা Retweet লিঙ্ক এ ক্লিক করে ও Retweet করতে পারেন।

ধাপ নং ৩#

Tweet: আপনি কি করছেন সেটা যদি আপনার ফলোয়ার দের জানাতে চান তাহলে আপনি 'What's happening' টেক্সট বক্সে লিখুন এবং Tweet বাটন এ ক্লিক করুন।
আপনি এখানে ১৪০ শব্দের টুইট করতে পারবেন।আপনি প্রতি ঘণ্টায় ১০০ এবং দিনে ১০০০ টি টুইট করতে পারবেন। যদি এর বেশি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট টি সাময়িক ভাবে টুইটার টুইট করা বন্ধ করে দেবে অথবা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। 


Hashtag: আপনি যদি কোনো শব্দ ব্যবহার করেন এবং তার আগে "#"  ব্যবহার করেন তাহলে সেটিই Hashtag Hashtag আপনার টুইট কে সার্চ করার যোগ্য করে দেবে। যাতে করে আপনার লেখাটিকে সহজে সার্চে পাওয়া যায়।



ফলোয়ার বাড়ানো: ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে রেগুলার টুইটার এ যেতে হবে টুইট করতে হবে,অন্যকে ফলো করতে হবে, Retweet করতে হবে,রিপ্লে দিতে হবে।
আপনি কখনো প্রথমে আপনার কোনো লিঙ্ক শেয়ার করবেন না ।প্রথমে আপনার কোনো মনের কথা বা ছবি শেয়ার করেন তারপর ১০ মিনিট পরে আপনার Bussiness লিঙ্ক টা শেয়ার করেন।
তাছাড়া আরো কিছু ভাবে ফলোয়ার বাড়াতে পারেন যেমন  Twiends.com আমি এখান থেকে সব থেকে বেশি ফলোয়ার পেয়েছি।
আরো আছে Addmefast.com

ধাপ নং ৪#

আপনার বন্ধুরা ব্যক্তিগত ভাবে আপনার সাথে কে কি করেছে সেটি দেখতে আপনি আপনার অ্যাকাউন্ট এর উপরের দিকে @connect এ ক্লিক করেন দেখেন আপনার কোনো টুইট এ তারা কেউ রিপ্লে দিয়েছে কিনা।আপনি কাউকে উদ্দেশ্য করে টুইট করতে চাইলে @ইউজারনেম দিয়ে লিখুন।

  

ধাপ নং ৫:
কিছু থার্ড পার্টি Applications যেগুলো আপনার টুইটার ব্যবহার করতে সাহায্য করবে ।
TwitterFox:এটি একটি ব্যাউজার প্লাগিন নামিয়ে নেন তারপর ব্যবহার করে দেখেন।
TweetDeck : এটি খুব সুন্দর একটি সাইট এটির মাধ্যমে আপনি কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
Yoono.com : এখান থেকেও আপনি ইউজ করতে পারবেন । 
তাছাড়া আরও আছে Ping.fm
আমাকে টুইটার এ পাবেন আমার লেখাটা ভালো লাগলে আমাকে টুইটার এ ফলো করতে পারেন।

লিখেছেন AdminOctober 25, 2013