সদ্যপ্রাপ্ত
আসিতেছে...

Sunday, March 22, 2020

গুগল নিয়ে আসলো করোনা ভাইরাস ওয়েবসাইট

অনেক জল্পনা কল্পনার পর গুগল তাদের করোনা ভাইরাস ওয়েবসাইট চালু করলো। বেশ কিছুদিন যাবত অনেক পত্র পত্রিকায় গুগলের করোনা ভাইরাস ওয়েবসাইট নিয়ে লেখালেখি চলছিলো। এমন কি ট্রাম্প সাহেব নিজেও এনিয়ে বলেছেন। এবং শেষ পর্যন্ত গুগল সাইটটি চালু করলো।

google coronavirus website
Coronavirus Website

যাইহোক শেষ পর্যন্ত এটা পরিস্কার যে গুগল করোনা ভাইরাস নিয়ে ওয়েবসাইট তৈরি করলো। কিন্তু এটা তেমন কোন ওয়েবসাইট না যেটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল।

এটা গুগল কোম্পানির একটা সাইট যেটার নাম ভেরিলি বা Verily এবং এটা শুধুমাত্র তৈরি করা হয়েছিলো করোনা ভাইরাসের তথ্য দেয়ার জন্য। এই প্রজেক্টের নাম ছিলো Project Baseline

কি পাবেন এই ওয়েবসাইট থেকে? 

এককথায় বলতে গেলে তথ্য। প্রজেক্ট বেইজলাইন ছিলো শুধুমাত্র আমেরিকার জন্য আর এই ওয়েবসাইটটি সবার জন্য যেখানে শুধুই করোনা ভাইরাস নিয়ে তথ্য দেয়া হবে।

আপনি যদি www.google.com/covid19 এই ওয়েবসাইট এ যান তবে কিভাবে করোনা ভাইরাস নিয়ে সকল তথ্য পাবেন। যেমন করোনা ভাইরাসের লক্ষন, প্রতিকার, চিকিৎসা, ভাইরাস পরিক্ষার জায়গা ইত্যাদি।

আবার গুগল বা বিং এ যদি আপনি করোনা ভাইরাস নিয়ে কিছু খোজ করেন তাহলেও গুগল আপনাকে করোনা ভাইরাসের সকল তথ্য দিবে।

যাইহোক আপনি যদি করোনা ভাইরাস নিয়ে সকল সংবাদ এবং আপডেট তথ্য পেতে যান তবে ভিজিট করুন। করোনা ভাইরাস আইস নামক ওয়েবসাইটে। এখানে প্রতি মুহূর্তে আপনি আপডেট সংবাদ এবং তথ্য পাবেন।







লিখেছেন AdminMarch 22, 2020